স্পোর্টস ডেস্ক:
আইপিএলের সবশেষ আসর ভারতে শুরু হলেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমূখী থাকায় মাঝপথে বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আইপিএলের ১৪তম আসরের বাকি অংশ আয়োজন করা হয় সংযুক্ত আরব আমিরাতে।
তবে আইপিএলের ১৫তম আসর ভারতেই হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।
ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার সংবাদমাধ্যমে বলেন, আমি মনে করি, আমরা খারাপ সময় পেরিয়ে গেছি। আশা করি, আমরা পরের বছর ভারতে আইপিএলের আয়োজন করতে পারব। কারণ এটি ভারতেরই টুর্নামেন্ট এবং এটি যখন ভারতে খেলা হয়, তখন এর পরিবেশ একেবারে আলাদা হয়।
করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়া সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে দেশের মাঠে সিরিজ আয়োজন করেছে ভারত। সেই প্রসঙ্গ টেনে সৌরভ গাঙ্গুলী বলেন, ভারতে এখন আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা হচ্ছে। আমরা নিউজিল্যান্ড সিরিজ আয়োজন করেছি। আমরা নিজেরাও দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলংকা সিরিজ রয়েছে। তাই আমি মনে করি, সবচেয়ে খারাপ সময়টা পার করে এসেছি।
বিসিসিআইয়ের এই সভাপতি আরও বলেন, করোনা সমস্যা থাকা সত্ত্বেও আইপিএল দুবাইতে সফলভাবে শেষ করতে পেরেছি। আমাদের ঘরোয়া ক্রিকেট আগের মতোই চলছে। গত বছর মহামারির কারণে কিছুটা বিরতি ছিল। আমরা প্রায় প্রতিটি টুর্নামেন্ট শেষ করেছি। জানুয়ারিতে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। জুনিয়র ক্রিকেট চলছে, এখনো পর্যন্ত করোনা নিয়ে সমস্যায় পড়তে হয়নি।
বিএসডি/এসএফ