বর্তমান সময় ডেস্কঃ
রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় ভবন নির্মাণের কাজ করার সময় কেমিক্যালের খালি ড্রাম বিস্ফোরণে চার নির্মাণ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রফিকুল ইসলাম রবিন (১৯), মোজাফফর হক (২৬), সরলাল দাস (৪৫) ও রফিকুল ইসলাম (৩৫)।
উদ্ধারকারী শ্রমিক সর্দার শফিকুল ইসলাম বলেন, ‘তালতলা বাজার এলাকায় একটি ভবনে নির্মাণ কাজ চলছিল। ভবনটির সবেমাত্র বেসমেন্ট এর কাজ চলছে। তাদের কাজে পানির পাত্র হিসেবে ব্যবহার করার জন্য কেমিক্যালের একটি খালি ড্রাম আনা হয়। গ্রান্ডিং মেশিন দিয়ে সেই খালি ড্রামটির উপরের অংশ কেটে ফেলার সময় এ বিস্ফোরণ হয়।
তিনি আরও বলেন, ‘এতে পাশে থাকা ৪ জনের শরীরে আগুন ধরে যায়। পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে আসে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক মো: তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধদের মধ্যে রবিনের ২২ শতাংশ, রফিকুল ইসলাম এর ৪৩ শতাংশ দগ্ধ হয়, বাকি দু’জন সরলাল দাস ও মোজাফফর এর সামান্য দগ্ধ হয়। এদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন পর্যবেক্ষণে রয়েছেন।
বিএসডি/আরপি