নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রোববার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।
শনিবার (৪ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসনের এ সপ্তাহে বিদেশে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাওয়ার আগে দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যরা এ সাক্ষাৎ করবেন।