ক্রীড়া ডেস্কঃ
বাংলাদেশ সফরের শেষ ম্যাচের আগে অনুশীলনের জন্য গতকাল মাঠমুখী হয়নি নিউজিল্যান্ড। ছুটি ছিল বাংলাদেশ দলেরও। তারপরও দুপুরের পর মিরপুরে ইনডোরে ঘণ্টাখানেক অনুশীলন করেন মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম। পরে মূল মাঠে টিম বয়ের সঙ্গে অগ্রজ মুশফিককে স্পিন বোলিং করলেন সোহানও। অনুজের বলে বড় বড় ছক্কা হাঁকানোর চেষ্টাই দেখা গেল মুশফিকের মধ্যে। এক ম্যাচ আগেই সিরিজ জিতে যাওয়ায় আজকের ম্যাচে বেশ কিছু পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে বেঞ্চে বসে থাকা কিছু ক্রিকেটারকে।
গুঞ্জন আছে আজ বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান। আগের ম্যাচে সাইফউদ্দিন ফিল্ডিংয়ের সময় হালকা চোট পেয়েছেন, তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে আজ। মুস্তাফিজও বিশ্রামে থাকতে পারেন। পেসারদের মধ্যে তাসকিন, শরীফুল এবং ওপেনার সৌম্য সরকার, তরুণ শামীম হোসেনকে আজকের ম্যাচে দেখা যেতে পারে। সিরিজের শেষ ম্যাচ হলেও হাল ছাড়তে নারাজ বাংলাদেশ।
গতকাল শামীম বলেছেন, ‘আমরা শেষ তিনটি সিরিজে অনেক ভালো করেছি। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। তিনটি সিরিজেই জেতার কারণ টিম স্পিরিট ভালো, সবার মধ্যে সমন্বয়ও ভালো এবং আমরা কেউ হাল ছাড়তে চাইনি।’ মিরপুরে খেলা শুরু হবে বিকাল ৪টায়।
বিএসডি/এএ