নিজস্ব প্রতিবেদক:
তিন দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হচ্ছে আজ। সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন।এতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মাত্র ২ জন ডিসি বক্তব্য রাখবেন।
এরমধ্যে প্রথমজন হচ্ছেন চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিশ এবং অন্যজন হচ্ছেন রংপুরের ডিসি আসিব আহসান।
২০২১ সালের ৩ জানুয়ারি অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের প্রথম নারী ডিসি হিসাবে যোগদান করেন। গেলো বছর থেকে এই সময়ের মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চাঁদপুর থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে কথা বলেছেন। তবে দেশের ডিসি সম্মেলনের মতো এতো বড় আসরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরাসরি কথা বলার সৌভাগ্য তিনি এই প্রথম অর্জন করতে যাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর শুরু হচ্ছে ডিসি সম্মেলন। আর তিনদিনের এই ডিসি সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে যে ২ জন জেলা প্রশাসক বক্তব্য রাখবেন তাদের একজন আমি এবং অন্যজন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।