রেনেকা আহমেদ অন্তু
আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। ২০১৪ সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় জুলাই মাসের ১৫ তারিখকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে উদযাপনের ঘোষণা দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী এই দিনটি উদযাপন শুরু হয়। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই যুব; অর্থাৎ বাংলাদেশ এখন “জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ” সুবিধা ভোগ করছে। বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্য উদ্দেশ্য- তরুণদের মাধ্যমে বিশ্ব পরিবর্তনের সূচনা করা।
সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তথ্যমতে, করোনাভাইরাস সংকটের কারণে বিশ্বে প্রতি ছয়জনে একজন বেকার হয়েছে। তাই এবছর দিবসটির থিম “স্থিতিশীলতা এবং সংকট জুড়ে যুবকের সৃজনশীলতা”। অতএব, এবছর বিশ্বব্যাপী, বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপনে বিশ্বের সকল যুবদের বিভিন্ন দক্ষতায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানানো এবং ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভিন্ন ভিন্ন দক্ষ যুবদের নানা গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে মোকাবিলায় উৎসাহিত করা হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ সরকারি – বেসরকারি নানা উদ্যোগের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়ে চলছে। এবছর জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি) ‘মহামারি উত্তর যুব দক্ষতা বিষয়ে পূণর্ভাবনা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করছে। করোনা পরিস্থতিকে বিবেচনায় রেখে আজ (বৃহস্পতিবার) দুপুরে সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক ছোট পরিসরে একটি ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হতে চলছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএসডি/জবি/অন্তু/সাজ্জাদ