নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আমাদেরকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধির জায়গায় আনতে হবে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। পবিত্র কোরআন ও রাসুল (সা.) এর দেখানো পথ অনুসরণ করলে প্রত্যেকের জীবন পরিপূর্ণ হবে। কোরআন-হাদিসের ভিত্তিতে জীবনকে পরিচালিত করলে সেটি আরও সুন্দর হবে। বঙ্গবন্ধু আলেমদের চিন্তায় অনেক কাজ করে গেছেন। যার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলেমদের উন্নয়নে অনেক কাজ করছেন।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, আজকে সমাজ ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ অনেক কিছুই হয়েছে। তবে নৈতিকতা এবং মূল্যবোধের কিন্তু অবনতি ঘটছে। বয়স্ক লোক দেখলে সালাম দিয়ে সম্মান করি না। একজন বয়স্ক লোক দেখলে সালাম করার প্রবণতা আমাদের মাঝে আনতে হবে। আমরা সপ্তাহব্যাপী অপকর্ম করার পরে মনে করি শুক্রবার জুমার নামাজের মাধ্যমে আমাদের সকল অপকর্ম দূরীভূত হবে। আমরা অপকর্ম করব, আর আলেমরা আমাদের জন্য দোয়া করবেন, সেই দোয়া আমাদের কোনো কাজে লাগবে না।
প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেছারাবাদ ছারছিনা দারুস সুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মুহা. শরাফত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. কে. এম. সাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু প্রমুখ ।
বিএসডি/এমএম