বিনোদন প্রতিবেদক,
উপস্থাপকের পর ১৪ কণ্ঠশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে প্রতিযোগিতামূলক টক শো ‘আমি কথা বলতে চাই’। এতে অংশ নিয়েছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কনা, ইমরান, কর্ণিয়া, সুজন আরিফ, সাব্বির জামান, অপু আমান, পুলক, কিশোর, মেহরাব, লিজা, ঝিলিক, ঐশী ও সিঁথি।
সম্প্রতি বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। এর গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ। নির্বাহী প্রযোজকের দায়িত্বে ছিলেন তাশিক আহমেদ। ঈদ আয়োজন হিসেবে আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি। এ আয়োজন নিয়ে পরিচালক ও উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘আমি সাধারণত বিটিভি এবং এটিএন বাংলায় অনুষ্ঠান করে থাকি। সর্বশেষ বিটিভির একটি অনুষ্ঠানে ১২ জন কণ্ঠশিল্পীকে দিয়ে একটি গান করিয়েছিলাম।
তবে এবার গান নয়, ১৪ জন কণ্ঠশিল্পীকে নিয়ে ভিন্ন ধরনের আয়োজন করেছি। যতদূর জানি, এর আগে গানের বাইরে অন্যকোনো আয়োজনে একসঙ্গে ১৪ জন কণ্ঠশিল্পীকে দেখা যায়নি। সেদিক থেকে দর্শকের কাছে এ আয়োজন কিছুটা হলেও ভিন্ন ধরনের মনে হবে।’ নির্মাতারা আরও জানান, গত ঈদে ১৫ জন উপস্থাপককে নিয়ে নির্মিত হয়েছিল প্রতিযোগিতামূলক টক শো ‘আমি কথা বলতে চাই’-এর প্রথম পর্ব।
অনুষ্ঠানটি দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবারের পর্ব নির্মাণ করা হয়েছে। যেখানে অংশ নিয়েছেন দেশের ১৪ জন তারকা কণ্ঠশিল্পী। এবারের পর্বটিও দর্শকের মাঝে সাড়া জাগাবে বলেও আশা প্রকাশ করেন তারা।