ঝুমু ইসলাম:
আমি বারেবার ফিরে যাই ফেলে আসা সময়ের কাছে।
স্মৃতির কাছে যেন অনেক দায়বদ্ধতা। ফিরে কি যেতেই হবে অতীতের কাছে! ধুলোমাখা স্মৃতি ঝেরে মুছে কেন অকারন দৃষ্টিপটে রাখা!
কেন এত প্রীতি অতীতের তরে।
কিসের মায়া ফেলে আসা সময়ের পরে। কি এত টান,এত অভিমান!
কেন বারবার মনে পরে তারে-
আহা কি যে সুখ আপন নীড়ে।
হোক ছোট,হোক কাঁচা,
সে তো আমার সোনার খাঁচা।
কত দিন ছুঁই না তাহার শরীর।
কত কাল দেখিনি তার রূপ।
তার ও কি মনে পরে আমার কথা
আমার মত করে?
না কি বেমালুম ভুলে গেছে!
হয়তো অপেক্ষা করে করে ক্লান্ত শরীর ছেড়ে দিয়েছে,
আমার ফেরার আশা।
আহা কতদিন দেখিনি তারে,
আমারেও দেখেনি কতকাল!
কত কথা হতো কথার ছলে,
কত হতো অভিমান।
যত সুখ-দু:খের নিরব সাক্ষী আমার।কত কান্নার জলে ভিজেছে বারংবার-
তবু করেনি অভিযোগ ।
যত অনুযোগ ,জমা যত ক্ষোভ ,
মেনেছে নিরবে।
কেঁদেছে কি নিভৃতে সবার অলখে!
কি যে মায়া, কতটা টান,
প্রান জুঁড়ে ,মনে জুড়ে -জানে অন্তর। আমার আপন নীড় ,শান্তির প্রশ্রয়।আমাকে দিয়েছে ঠাঁই,
তার বুকে দিয়েছে নিরাপদ আশ্রয়। কেমনে ভুলিব তারে ,
কত স্মৃতি কত কথা আজ কেবলই
মনে পরে।
কতটা সময় একসাথে কাটিয়েছি,
তখনো কি ভেবেছি এতটা সময়
কাটাবো তারে ছেড়ে!
আহা কি যে মায়া প্রান জুড়ে।
কত পরিপাটি কতটা ছিলো পরিচ্ছন্ন। এখনো কি তেমন ই আছে ,
না কি ধুলোমাখা শরীর নিয়ে দিবানিশি অপেক্ষার প্রহর গুনছে?
আর কি ফেরা হবে ভালোবাসার টানে-তার কাছে!
আজও ভালোবাসা এতটুকু হয়নি ম্লান। কত দূরে ,তবু যেন সম্মুখে আমার।জানালার আরশি তে কতদিন পরেনি আঙুলের ছোঁয়া।
কতদিন পদধুলি পরেনি কপাট সম্মুখে। কতদিন আকাশ দেখিনি খোলা জানালার ভাঁজে।
চাঁদ কি এখনো উঁকিঝুকি দেয়
আড়ালে আবডালে!
কতদিন বৃষ্টি ছুঁইনি বারান্দার গ্রিলের ফাঁকে হাত বাড়িয়ে।
কতদিন স্পর্শ পায়নি বারান্দার গাছ গুলো।
কত কাল হয়নি কথা আপন নীড়ের সাথে।
হয়নি ভেজা রিমঝিম বৃষ্টির আঁচড়ে। আহা কি যে সুখ আপন নীড়ে আজ ব্যাথাতুর মন জানে।
মনে হলে অজান্তে চোখের কোনে জল জমে-
কত অজানা প্রশ্নের ভীর জমে আছে মনে-
ভালো আছে তো আমার আপন নীড়! ভুলেছে কি তব মোরে?
ভরেছে কি বিষাদে মন!
কি করে ভুলিবে –
ভুলেছি কি আমি যত দূরে আছি,
রয়েছে অন্তর জুড়ে। কতকাল পায়নি পরশ বারান্দার গাছগুলো। খুব অভিমানে কি চলে গেছে আমারে ছেড়ে? না কি অপেক্ষার রুগ্ন শরীরে এখনো গুনছে প্রহর ?
আমি যদি চলে আসি সব ছেড়ে ,
ওরাও যেতে পারে আমায় একা ফেলে। আমার আপন নীড়-
হয়তো আজও দুহাত বাড়িয়ে আলিঙ্গনের তীব্র বাসনায় ,
অঝোরে কাঁদছে।
আমি ও ফিরে যেতে চাই আমার
আপন নীড়ে,
যেখানে আমার অনেক স্মৃতি আর ভালোবাসার স্পর্শ ,
আমার বিনিদ্র রাতের করুন মিনতির সাক্ষী ,
আমার হাজার যন্ত্রনার নিলাভ বেদনা ,
অসহায়ত্ব নির্ভেজাল স্বচ্ছ ভালোবাসা নিয়ে আমারে খোঁজে।
আমি ফিরে যেতে চাই আপন নীড়ে। যেখানে আমি ছিলাম অনেকটা সময়,
কোন এক দু:সময়ে তারে একা ফেলে আমি চলে এসেছি দূরে।
নীড় হারা পাখির মত এখানে সেখানে থেকেছি কতটা সময় ,
তবু ভোলেনি মন ক্ষনিকের তরে। আমার আপন নীড় আমাকে বাঁচায় অনাবিল আশ্বাসে।