জ্যেষ্ঠ প্রতিবেদক
চলতি মাসে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ (মঙ্গলবার) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
আবুল কালাম মল্লিক বলেন, ‘বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। এখন তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখি। রাজধানী ঢাকাতে আজকের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়াতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, এখন চারটি জেলায় শৈত্যপ্রবাহ বিরাজমান আছে। পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা শৈত্যপ্রবাহের আওতায় রয়েছে। আপাতত এই চার জেলাতেই শৈত্যপ্রবাহ থাকবে। তাপমাত্রা কমার সম্ভবনা কম। তারপরও দু-এক জায়গায় হালকা কমতে পারে।
আপাতত এর চেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা নেই বললেই চলে বলেও মন্তব্য করেন তিনি।
এসএ