প্রযুক্তি ডেস্ক,
আফগানিস্তান এখন তালেবানদের দখলে। দেশটির ক্ষমতার পালাবদলে দেশটির নাগরিকদের সুরক্ষায় ভার্চুয়াল পদক্ষেপ নিলো ফেসবুক। এর ফলে কোনো আফগান ফেসবুক ব্যবহারকারীর বন্ধু তালিকা দেখতে পারবে না অন্য কেউ।
নতুন এই পদক্ষেপের কারণ হলো, কোনো টার্গেট করা ব্যক্তি বা তার সহযোগী বা সমমনা বন্ধুদের কোনো তথ্য যাতে আততায়ীরা না পায়। তালেবানরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিরধীপক্ষের ব্যক্তিদের টার্গেট করে তাদের তথ্য সংগ্রহ করছে, এমন সন্দেহ থেকে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের সিকিউরিটি পলিসির প্রধান নাথানিল গ্লেচার জানান, আফগানদের জন্য ‘ওয়ান ক্লিক’ টুল ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে এক ক্লিকেই প্রোফাইল লকড করা যাবে। এর ফলে বন্ধু তালিকায় না থাকলে কেউ তার টাইমলাইন বা পোস্ট, বন্ধু তালিকা ও অন্যান্য তথ্য দেখতে পাবে না।
এছাড়া আফগানিস্তানে অবস্থানরত ব্যবহারকারীদের লক্ষ্য ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামেও পপ-আপ এলার্ট পাঠানো হচ্ছে। এর মাধ্যমে অ্যাকাউন্ট সুরক্ষার জন্য কিছু পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে।
এদিকে, মাইক্রোসফটের নিয়ন্ত্রণাধীন লিংকডইনও একই রকমের পদক্ষেপ নিয়েছে। পেশাজীবিদের সামাজিক নেটওয়ার্কের এই সাইটটি আফগান ব্যবহারকারীদের পাবলিক প্রোফাইল থেকে তার সঙ্গে যুক্ত থাকা অন্যদের আইডি তালিকা অদৃশ্যমান (হাইড) করে দিয়েছে।
বিএসডি/আইপি