আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তান থেকে শরণার্থী স্রোত ঠেকাতে ইরানের সঙ্গে সীমান্ত দেয়াল তুলতে শুরু করেছে তুরস্ক।
মঙ্গলবার (১৭ আগস্ট) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, পাঁচ কিলোমিটার লম্বা একটি দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে ইরান সীমান্তজুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে তুরস্কের।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন আফগান জনগণকে পরিত্যাগ না করে।
এক টুইট বার্তায় তিনি আহ্বান জানান, দেশগুলো যেন আফগান শরণার্থী গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোনো আফগানকে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।
বিএসডি/এমএম