আন্তর্জাতিক ডেস্ক:
এই প্রস্তাব পাসের ফলে এখন থেকে আফগানিস্তানের পাওনা অর্থ পরিশোধ করা, অর্থনৈতিক সম্পদ এবং সময় মতো পণ্য পাঠানো ও প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
ওই প্রস্তাবে বলা হয়েছে, এ ধরনের সহযোগিতা আফগানিস্তানের মৌলিক মানবিক চাহিদা পূরণে সহায়তা করবে এবং এর মাধ্যমে নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না।
এর আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা অন্য একটি প্রস্তাব তুলেছিল যাতে বলা হয়েছিল- আমেরিকার যে কমিটি আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি দেখভাল করে তারা অনুমোদন দিলে আফগানিস্তানে মানবিক ত্রাণ সহায়তা পাঠানো যাবে। চীন ও রাশিয়া ওই প্রস্তাবের ওপর ভেটো দিয়েছিল। তারপর সংশোধিত প্রস্তাব উত্থাপন করে আমেরিকা এবং বুধবার নিরাপত্তা পরিষদে সেটা পাস হয়।
গত ১৫ আগস্ট কাবুলের পতনের মধ্যদিয়ে পুরো আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর আমেরিকা আফগানিস্তানের প্রায় এক হাজার কোটি ডলার জব্দ করে।
বিএসডি/এসএফ