নিজস্ব প্রতিবেদক
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে ক্ষমতাচ্যুত হওয়ার ২০ বছর পর আবার আফগানিস্তানের ক্ষমতা নিতে যাচ্ছে তালেবান। আফগানিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে সম্প্রতি বিবিসি বাংলা’র মুখোমুখি হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিবিসি বাংলা’কে বলেছেন, ‘বাংলাদেশ সবসময়েই জনতার পক্ষে। আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই দেশের জনতা। ওই দেশের জনতা ওটা নির্ধারণ করলে এবং তারা যদি আমাদের থেকে সাহায্য-সহযোগিতা চায়, নিশ্চয়ই আমরা সহায়তা করবো।’
তালেবান যদি সরকার গঠন করে, তাহলেও বাংলাদেশ সহায়তা করবে কি-না জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই দেশের মানুষের জনগণের ইচ্ছায় যারা আসবে, গণতান্ত্রিক উপায়ে, আমরা তাদের সবসময়েই গ্রহণ করি।’
উল্লেখ্য, রোববার রাতে রাজধানী কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তান নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান বাহিনী। প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর শত শত বিলিয়ন ডলার ব্যয়ে গড়ে তোলা আফগান বাহিনী কোনো প্রতিরোধই সৃষ্টি করতে পারেনি।
মাত্র কয়েক সপ্তাহে তাদের নজিরবিহীন অগ্রগতি অনেককেই বাকরুদ্ধ করে দিয়েছে। তালেবানের অভিযানে গত কয়েকদিনে অনেকটা ডোমিনো বা তাসের ঘরের মতো প্রায় দুই ডজন প্রাদেশিক রাজধানীর পতন হয়েছে।
বিএসডি/এমএম