বর্তমান সময় ডেস্ক
প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) এবং আরআইএমইএস-এর কর্মকর্তাদের অংশগ্রহণে গতকাল রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর ছিদ্দিক ও মো. খায়রুল আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান।
আবু হেনা মোস্তফা কামাল বলেন, আবহাওয়ার পূর্বাভাস আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করার জন্য প্রযুক্তির উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহার এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নিতে হবে। বিএমডির আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুইয়া বিএমডির সার্বিক দক্ষতা ও উন্নয়ন কর্মকাণ্ড এবং আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান বিএমডির আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা প্রদান পদ্ধতির কারিগরি প্রযুক্তি ও আধুনিক সুবিধাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়াও আরআইএমইএসের কান্ট্রি প্রোগ্রাম লিডার রায়হানুল হক খান বিএমডির সাথে আরআইএমইএসের কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন।
কর্মশালায় বিএমডির বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ থেকে উত্তরণসহ বিএমডিকে আরও যুগোপযোগী ও আধুনিক করার জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশমালা তুলে ধরা হয়।
সূত্র : বাসস।
বিএসডি/এসএ