বর্তমান সময় ডেস্কঃ
আবারও একদিনের বিরতি দিয়ে দুই দিনের অবরোধের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জানা গেছে, ৭ নভেম্বর মঙ্গলবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চলমান কর্মসূচিতে একদিনের বিরতি দেওয়া হতে পারে। এরপর আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি দিতে পারে বিএনপি। বিএনপি প্রতি বছরের ৭ নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস পালন করে আসছে। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ও জাসদ সিপাহী জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করে।
দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ছয়টায়। এর আগে বিএনপি সারাদেশে ৭২ ঘন্টার সর্বাত্মক অবরোধ (সড়ক, রেল ও নৌপথ) কর্মসূচি পালন করে। ২৮ অক্টোবর শনিবার পল্টনের মহাসমাবেশ পণ্ড হওয়ার প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার হরতাল পালন করে বিএনপি।
বিএসডি/আরপি