প্রযুক্তি ডেস্ক:
এক সপ্তাহের মধ্যে আবারও বিভ্রাটে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সাড়ে ৭টার দিকে ইনস্টাগ্রামে ঢুকতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা।
পাশাপাশি ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারেও জটিলতা দেখা দেয়। তবে অল্প কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ডাউন হয়ে যাওয়ার পর ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। ফেসবুক থেকে দাবি করা হয়েছে, একটি কনফিগারেশন পরিবর্তন করার কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। গত সপ্তাহে বিশ্বজুড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে সমস্যার সঙ্গে এর কোনো মিল নেই বলেও জানান সংশ্লিষ্টরা।
এক বার্তায় ফেসবুক বলেছে, আমরা জানি কারও সঙ্গে যোগাযোগের জন্য মাধ্যমটির ওপর আপনারা কতটা নির্ভরশীল। আমরা সমস্যা সমাধান করেছি। এই সপ্তাহে আবারও ধৈর্য্য ধরার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর বিশ্বজুড়ে প্রায় ৬ ঘণ্টার জন্য ডাউন হয়ে পড়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। ফলে চরম ভোগান্তি পড়েন ব্যবহারকারীরা। আর দীর্ঘক্ষণ ডাউন থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
বিএসডি/আইপি