ঢাকা কলেজ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ (২০২১-২১) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ফের পরিবর্তন করা হয়েছে ৷ নতুন ঘোষনা অনুযায়ী আগামী ৮ অক্টোবর থেকে আবেদন করা শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে৷ এ নিয়ে তৃতীয়বারের মত প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরিবর্তন করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
আগের ঘোষনা অনুযায়ী প্রথমে ১১ সেপ্টেম্বর প্রবেশপত্র ডাউনলোডের তারিখ নির্ধারন করেছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ পরে তারিখ পরিবর্তন করে ২২ সেপ্টেম্বর এরপর দ্বিতীয় ধাপে পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে তারিখ পরিবর্তন করে প্রবেশপত্র ডাউনলোডের তারিখ আগামী ৮ অক্টোবর করা হলো ৷
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://cutt.ly/wEjvGJE থেকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন৷
আগামি ৫ নভেম্বর বাণিজ্য ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা। এরপর ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷
প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।
বিএসডি/এমএম