বিনোদন ডেস্ক
রাহার ছোট ছোট পায়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে বছরখানেক হলো। এর মধ্যেই কি আবার নতুন অতিথি আসছে কাপুর-ভাট পরিবারে? নেটদুনিয়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন—আবার মা হতে চলেছেন আলিয়া ভাট!
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তাঁর সাম্প্রতিক লুক দেখেই অনুমান করছেন অনেকে, রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।
আলিয়া যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি। তবে বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন এক মজার কথা—‘রণবীর আর আমি যখন প্রথমবার বাবা-মা হওয়ার উত্তেজনায় ভাসছি, তখনই ঠিক করেছিলাম—ছেলে-মেয়ে দুইয়েরই নাম আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিল, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল। তবে সেটা এখনই বলব না!’
এই আলাপচারিতার সময় আলিয়া জানিয়েছিলেন, রাহার নামকরণ করেছিলেন তার শাশুড়ি নীতু কাপুর। সেই সময় নীতু নাকি বলেছিলেন, আলিয়ার বেছে রাখা ছেলের নামটির সঙ্গে ‘রাহা’ দারুণ মিলবে, যদি ভবিষ্যতে কোনও পুত্র সন্তান হয়।
ঠিক তখনই নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ২০২৫-এর কান ফেস্টিভ্যালে আলিয়ার কালো অফ-শোল্ডার বডিকন গাউন দেখে অনেকের চোখে পড়েছে তার ‘বেবি বাম্প’।
ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে একের পর এক মন্তব্য—“আলিয়া কি আবার মা হচ্ছেন?”, “লুক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে!”
যদিও এ নিয়ে কাপুর দম্পতির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবু আলিয়ার সেই কালো গাউনে ন্যূনতম সাজ, সাবলীল হাঁটা আর একরাশ আত্মবিশ্বাস—সব মিলিয়ে এক অন্যরকম ‘মায়ের সৌন্দর্য’ যেন ধরা দিয়েছে সেখানে। রণবীর-আলিয়ার দ্বিতীয় সন্তানের জল্পনা এবার কতটা সত্যি হয়, এখন সেটাই দেখার।