ক্রীড়া প্রতিবেদক
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। এই দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার। স্বাভাবিকভাকে ধারণা করা হচ্ছিল আগামী আসরেও আবাহনীর দায়িত্ব সামলাবেন তিনি। তবে তা হচ্ছে না।
আজ শুক্রবার জানা গেল আগামী ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে হান্নানকে। বিশ্বস্ত একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। বেশ কয়েকদিন ধরেই রূপগঞ্জের সঙ্গে কথা হচ্ছিল এই কোচের, আজই বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের শুরুতে বিসিবির নির্বাচকের পদ থেকে সরে আসেন হান্নান। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বিসিবিতে নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের পদেও।
বিসিবির চাকরি ছাড়ার পরই যোগ দেন কোচিং পেশায়। আর নিজের প্রথম টুর্নামেন্টেই বাজিমাত করেন হান্নান। ডিপিএলে চ্যাম্পিয়ন হয়ে এক প্রকার সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তবে আবাহনীর সঙ্গে তার পথ চলা থামল এক আসরেই।