ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তাঁর তিন সঙ্গীর সাত দিনেও সন্ধান মেলেনি। তাঁদের সন্ধানের দাবিতে রংপুরে আজ বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রংপুর নগরের লায়ন্স স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে কলেজশিক্ষক বাসেদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন লায়ন্স স্কুল ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাকিবুল বাসার, রাকিব আহমেদ, সিয়াম ইবনে শরিফ, শিবলী সৈয়দ প্রমুখ।
বক্তারা বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ইসলামি বক্তা আবু ত্ব-হার নিখোঁজের সাত দিন অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর সন্ধান দিতে পারেনি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। নিখোঁজের পরদিন ত্ব-হার মা রংপুরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। তাঁদের সন্ধানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘আমাদের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে জোর চেষ্টা চালানো হচ্ছে।’
চলতি মাসের ১০ জুন বিকেল চারটার দিকে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেট কারে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে ছিলেন আবদুল মুহিত, ফিরোজ আলম ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ। পরে ওই দিন রাত থেকেই তাঁরা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রংপুর নগরের কোতোয়ালি থানায় ১১ জুন ত্ব-হা আদনানের মা আজেদা বেগম জিডি করেন।