নিজস্ব প্রতিবেদক:
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ‘আমদানি নির্ভরতা কমিয়ে আনতে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। দুর্যোগ জনিত সংকট মোকাবেলা করে উৎপাদন ধারাবাহিকতা বজায় রেখে আমরা অচিরেই কৃষি পণ্য রপ্তানি করবো।
’(১২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি গ্রামে গ্রীষ্মকালীন টমেটো উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিতে বহুদুর এগিয়েছে। এখন মাঠ ঘাট কৃষি সম্পদে ভরে উঠছে। ’
কোনো জমি পতিত না রেখে কৃষি পণ্য উৎপাদনের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার সার বীজ ও প্রয়োজনীয় ওষুধপত্র আপনাদের দোরগোড়ায় পৌছে দেবে। ’
কৃষক সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ ও ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ ও মীর মোস্তাক আহমেদ রবি, সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, বাংলদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, বাংলদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বাংলদেশ কৃষি গবেষনা ইন্সস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম, বাংলদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরসহ প্রমুখ।
বিএসডি/আইপি