নিজস্ব প্রতিবেদক,
আটকে থাকা পরীক্ষাগুলো এবং শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনেই অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রশিক্ষণের পরই নেওয়া হবে অনলাইন পরীক্ষা।
আজ সোমবার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
তিনি বলেন, আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনলাইন এক্সামে যাবো। অনেকেরই অনলাইন এক্সাম সম্পর্কে ধারনা নাই কিভাবে অনলাইন এক্সাম নেওয়া যাবে, এইজন্য আগে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে। বিভাগ ভিক্তিক শিক্ষার্থীদের ও এই প্রশিক্ষণের আওয়তায় আনা হবে কিভাবে গুগল ক্লাসরুম ব্যবহার করতে হবে, কিভাবে সে অংশগ্রহণ করবে, কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে খাতা জমা দিবে। এরপরই বিভাগ ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের শিক্ষার্থীদের কোন পরীক্ষাটা জরুরি আগে নেওয়া। অর্থাৎ যদি কোন বিভাগের আর একটা মাত্র পরীক্ষা বাকি থেকে গেছে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পরীক্ষাটাই নেওয়া হবে।
তিনি আরও জানান, যে রুটিনে পরীক্ষা শুরু হয়েছিলো তার অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে তবে পরিবর্তন হবে না রুটিন এবং বিভাগগুলোই সিদ্ধান্ত নিবে তাদের কোন পরীক্ষাটা অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইন পরীক্ষা কবে নাগাদ শুরু হবে এই ব্যাপারে কুবি রেজিস্ট্রার বলেন, আগামী সপ্তাহ থেকেই আমরা শিক্ষদের প্রশিক্ষণ শুরু হবে এরপরে ছাত্রদের ও এই প্রশিক্ষণের আওয়তায় আনা হবে। কারন প্রশিক্ষণ ছাড়া তো কোনভাবেই অনলাইন পরীক্ষা শুরু করা যাবে না।
অনলাইন পরীক্ষায় যাওয়ার আগে ২০টা ক্লাস টেস্টে আমরা যাচাই করবো কোন শিক্ষার্থী সমস্যায় পড়ছে কিনা এটা দেখার পরই ফাইনাল পরীক্ষা গুলো নেওয়া শুরু হবে। কারন যাচাই না করে তো ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব না এবং এটা উচিত হবে না।
বিএসডি/হুমায়রা/ এমএম