নিজস্ব প্রতিবেদক:
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমার শাসক শেখ সউদ বিন সাকর আল কাসিমীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আমিরাতের রাস আল খাইমার শাসকের প্যালেস এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, বৈঠকে আমিরাতে অবস্থিত বাংলাদেশের স্কুল পরিচালনা, কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা চালুকরণ, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাসহ প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাদের, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) আহমদ কবীর ও কাউন্সিলর (শ্রম) ফাতেমা জাহান উপস্থিত ছিলেন।
বিএসডি / আইপি