ক্রীড়া ডেস্ক,
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দ্বিতীয় দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াস। অপর ম্যাচে বার্বাডোজ রয়্যালকে ৬ উইকেটে হারিয়েছে ক্রিনবাগো নাইট রাইডার্স। দুই পরাজিত দলে ছিলেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।
দুজনই পরাজিত দলে থাকলেও বল হাতে দুজনের দিনটি দুই রকম কেটেছে। দিনের দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ রয়্যাসের হয়ে দারুণ বোলিং করেছেন মোহাম্মদ আমির। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে শিকার করেছেন তিনটি উইকেট। লেন্ডল সিমন্স, সুনীল নারিন ও কলিন মনরোকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। তবে কাইরন পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে হেরে যায় আমিররা।
দিনের প্রথম ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াস। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তোলে জ্যামাইকা। সেন্ট লুসিয়ার হয়ে খেলা ওয়াহাব রিয়াজ বল হাতে ৩ ওভারে ৬১ রান দিয়েছেন। এরমধ্যে ওয়াহাবের করা জ্যামাইকার ইনিংসের ১৯তম ওভারেই ৪টি ছক্কাসহ ৩২ রান নিয়েছেন আন্দ্রে রাসেল।
বিএসডি/এএ