নিজস্ব প্রতিবেদক,
একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিল্পী কনকচাঁপা।
‘এই দুঃখ প্রকাশের ভাষা আমার নেই’ উল্লেখ করে কনকচাঁপা ফেইসবুকে শনিবার দুপুরে স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘চলে গেলেন আমাদের ফকির আলমগীর! … এতো টগবগে যুবকের প্রাণশক্তিসম্পন্ন মানুষটা করোনার ভয়াল থাবায় পর্যুদস্ত হলেন! আমি শোকে নিমজ্জিত!’
সারাজীবন গণসঙ্গীত নিয়ে, দেশ ও মানুষের জন্য গান করেছেন ফকির আলমগীর। বিষয়টিকে এক প্রকার যুদ্ধের সঙ্গে তুলনা করে কনকচাঁপা লিখেছেন: ‘যুদ্ধ করতে করতে নিজের একটা অটল পাহাড় সমান দুর্গম দুর্গ তৈরি করেছিলেন। তিনি হয়ে উঠেছিলেন গণমানুষের মুখপাত্র। তিনি ছিলেন আমাদের গনসঙ্গীতের প্রাণপুরুষ।’
শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর। গুণী এই সংগীতশিল্পীর মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। জাগরণের শিল্পী ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিএসডি/এমএম