বর্তমান সময় ডেস্ক:
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। সেখানে ধর্ষণের মামলার এক আসামি আমৃত্যু কারাদণ্ডের রায় শুনেই বিচারকের দিকে জুতা ছুড়ে মেরেছেন। আজ বুধবার সুরাটের একটি আদালত ২৭ বছর বয়সী সুজিত সাকেত নামের ওই ব্যক্তিকে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এ দণ্ড দেন।
এদিন বিচারক পি.এস. কালা এই রায় ঘোষণার পর ওই ব্যক্তি রেগে যান। রায় শোনানোর পরপরই তিনি বিচারকের দিকে নিজের জুতা ছুড়ে মারেন। কিন্তু ওই জুতা বিচারক পর্যন্ত পৌঁছানোর আগেই উইটনেস বক্সের কাছে পড়ে যায়।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত হয়েছিলেন ওই ব্যক্তি।
রায় নিয়ে সরকারি আইনজীবী জানান, ভুক্তভোগী শিশু একজন পরিযায়ী শ্রমিকের মেয়ে। ওই শিশু মেয়েটিকে একা পেয়ে চকলেট দেয়ার নাম করে অপহরণ করে সুজিত। শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুজিত। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে সে। ২৬ জনের সাক্ষ্য শেষে আদালত ওই ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেন।
সূত্র : এনডিটিভি।
বিএসডি/ এলএল