খেলাধূলা প্রতিনিধি:
পুরো আসরে দুর্দান্ত খেলল আর্জেন্টিনা নারী হকি দল। কিন্তু ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়ে শিরোপা জেতার স্বপ্ন মাটি হয়ে গেল আলবিসেলেস্তেদের। বিশ্বকাপ জেতা হলো না লিওনেল মেসির দেশ।
রোববার রাতে নারী হকি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছে ডাচরা। টানা তৃতীয় ও সব মিলিয়ে নবম বিশ্বকাপ জিতে নিয়েছেন নেদারল্যান্ডসের মেয়েরা। জয়টা আর্জেন্টিনার পক্ষে গেলে তারাও তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পারত।
কিন্তু তা হতে দিল না নেদারল্যান্ডস। প্রায় এক যুগ পর ২০১০ সালের ফাইনালের প্রতিশোধই যেনো নিল ডাচরা। ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় নেদারল্যান্ডস। দুবারই নেদারল্যান্ডসকে কাঁদিয়ে হাসে আর্জেন্টিনা।
ফাইনালে দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ১৭ মিনিটের মাথায় মারিয়া ভার্সকুরের স্টিক থেকে প্রথম গোল পান ডাচরা। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন সেমিফাইনালে জয়ের কারিগর ফ্রেডরিক মাতলা।
তৃতীয় কোয়ার্টারে ব্যবধান কমাবে কি উল্টো আরও এক গোল হজম করে আর্জেন্টিনা। ম্যাচের ৩৬ মিনিটে তৃতীয় গোল করেন ফেলিস আলবারস।
ম্যাচের ৪৬ মিনিটে অবশ্য অগাস্টিনা গোরজেলানির গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত বাকি ২ গোল শোধ করতে না পারলে ৩-১ ব্যবধানে জয় পায় নেদারল্যান্ডস।
চ্যাম্পিয়ন হতে না পারলেও ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনা সেরা তিন পুরষ্কারই জিতেছে। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন তারকা মারিয়া গ্রানাত্তো, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি এবং সর্বোচ্চ গোলস্কোরার (৮টি) হয়েছেন অগাস্টিনা গোরজেলানি।
বিএসডি/ এমআর