নিজস্ব প্রতিবেদক:
ছুটির দিন বিকেলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা পৃথক মোটরসাইকেল র্যালি বের করে চোখ ধাঁধিয়ে দিয়েছে নীলফামারীবাসীর।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে তারা পৃথকভাবে র্যালি বের করে নিজ পছন্দের দলের প্রতি সমর্থন জানায়। এসময় র্যালিতে নিজ পছন্দের দলের জার্সি পড়ে ও পতাকা নিয়ে শত শত মোটরসাইকেল যোগে শোভাযাত্রায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা।
বিকাল সাড়ে তিনটার দিকে ডোমার বাজার বাটার মোড় হতে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে দেবীগঞ্জের দিকে যায়। এরপর দেবীগঞ্জ ও ডোমার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এশিয়ান হাইওয়ে সড়কে এসে র্যালিটি শেষ হয়।
এদিকে এদিন বিকাল চারটার দিকে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হতে প্রায় দেড় শত মোটরসাইকেল ও একটি পিকআপ নিয়ে ব্রাজিল সমর্থকরা আরেকটি বর্ণাঢ্য র্যালি বের করে। তারা ডোমার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবীগঞ্জ হয়ে ডোমার এশিয়ান হাইওয়ে সড়কে এসে র্যালি শেষ করে।
দুই দলের সমর্থকরা এক স্থানে র্যালি শেষ করে একে অপরের সাথে সৌজন্য সাক্ষাত করে।
ব্রাজিল দলের সমর্থক সাদাত সুপ্ত, নাহিদ রেজা সাজু, সোহেল এসকে ও হায়দার আলী- এরা বললেন, আমরা মোটরসাইকেল র্যালি করেছি। সবাই আনন্দ উল্লাস করেছি। তবে অন্য দলের প্রতিও আমাদের শ্রদ্ধা রয়েছে। এবার কাতার বিশ্বকাপ ব্রাজিলের ঘরেই আসবে বলেও দাবি করেন তারা।
আর্জেন্টিনা দলের সমর্থক মামুনুর রশীদ বসুনিয়া সজিব, অপু হোসাইন, রাসেল ইসলাম- এরা বললেন, ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকরা আলাদা আলাদা মোটরসাইকেল র্যালি করেছি। তবে একসাথে বড় পর্দায় আমরা খেলা দেখবো। মেসির এবার শেষ বিশ্বকাপ হওয়ায় মেসির হাতেই চ্যাম্পিয়ন ট্রফি উঠবে বলে দাবি করেন তারা।
বিএসডি/এফএ