বর্তমান সময় ডেস্কঃ
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রশিক্ষণ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে দেশের সব সরকারি কলেজ পর্যায়ে শিক্ষকদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে মাধ্যমিক ও অন্যান্য স্তুরের এ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা।
সম্প্রতি এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কলেজে চাহিদা তথ্য চেয়েছে মাউশি।
এতে বলা হয়েছে, মাউশিতে এআই বিষয়ক প্রশিক্ষণ চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে অনুষ্ঠিত হবে। দেশের সব সরকারি কলেজের আইসিটি শিক্ষক অথবা আইসিটি শিক্ষক না থাকলে গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষকদের (প্রভাষক থেকে সহযোগী অধ্যাপক) এআই বিষয়ক প্রশিক্ষণের জন্য মনোনীত করা যেতে পারে।
এজন্য প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আগামী ২০ ডিসেম্বরের মধ্যে স্মার্ট ট্রেইনিং ম্যানেজমেন্ট সিস্টেমের পোর্টালে প্রবেশ করে নোটিশ অপশনে ক্লিক করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
বিএসডি/আরপি