নিজস্ব প্রতিবেদক:
আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির গেঘরকুনিক প্রদেশে সামরিক অবস্থান লক্ষ্য করে তীব্র গোলাবর্ষণ করছে আজারবাইজান।
বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান জানিয়েছে, আর্মেনিয়া সীমান্তে তাদের এক সৈন্য নিহত হয়েছে। তাদের অভিযোগ, আর্মেনিয়া উসকানি দিচ্ছে। এর আগে, সম্প্রতি যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই দুই দেশ।
উল্লেখ্য, রাশিয়ার আহ্বানে গত ১৬ নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় আর্মেনিয়া এবং আজারবাইজান। তখন বলা হয়, আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখের বাকী এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে এবং আজারবাইজান সেগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে। দুই পক্ষের সৈন্যদের মাঝখানে অবস্থান নেবে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী এবং তারা নিশ্চিত করবে দুই পক্ষের মধ্যে আবার যেন লড়াই শুরু না হয়।
বিএসডি /আইপি