থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাইশা বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। সকাল সাড়ে নয়টার দিকে সে হেঁটে নেছারাবাদ-আটঘর কুড়িয়ানা সড়ক পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক শিশুটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত মাইশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, মাইশাকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, ইজিবাইকচালক মো. ইয়াছিন (২২) পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিএসডি/ এলএল