জ্যেষ্ঠ প্রতিবেদক:
আগের ম্যাচের মতো এই ম্যাচেও গোল করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম কিংবদন্তি ফুটবলার আলী আশফাক। ৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এটি আশফাকের সাফ চ্যাম্পিয়নশিপে ২২ তম গোল। তাতে দলও শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছে ১-০ গোলের জয়। এই জয় নিয়ে মালদ্বীপ সাফের পয়েন্ট টেবিলে টপকে গেছে বাংলাদেশকে।
শ্রীলঙ্কা ম্যাচটি ০-১ গোলে হারলেও এই ম্যাচে ভালোই খেলেছে দ্বীপ রাষ্ট্রটি। ম্যাচে এক পয়েন্ট পেতে পারত শ্রীলঙ্কা। ম্যাচের অন্তিম মুহূর্তে তাদের ফরোয়ার্ডের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। ফলে চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের মালদ্বীপ ত্যাগ করতে হচ্ছে।
আশফাকের এই গোলে মালদ্বীপ টানা দুই জয় পেল। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নেপালের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে মালদ্বীপ। রাতে অবশ্য নেপালের ম্যাচ রয়েছে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচের ফলাফলের উপর টুর্নামেন্টের ফাইনাল উঠার সমীকরণ নির্ভর করবে। বাংলাদেশের তিন ম্যাচে চার পয়েন্ট।
বাংলাদেশের আজ টুর্নামেন্টের বিশ্রাম দিন। বাংলাদেশ নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে।