নিজস্ব প্রতিবেদক:
চলমান জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লিগের চতুর্থ রাউন্ডে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ম্যাচে আশরাফুলের একটি বল নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।
কমিটির ম্যানেজার নাসির আহমেদ বলেন, ‘চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে আশরাফুলের একটি বলে সমস্যা ধরা পড়েছে। আমরা চেয়েছিলাম বিষয়টা আশরাফুলকে দেখাতে। কিন্তু জৈব সুরক্ষাবলয়ের কারণে সেটি হচ্ছে না। আমরা বিষয়টা নিয়ে এখনো আলোচনা করছি।’
এনসিএলের চতুর্থ রাউন্ডে স্তর-২ এর ম্যাচে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে চট্টগ্রাম বভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করেছিলেন আশরাফুল। যেখানে ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। ম্যাচটিতে চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানে জয় পায়। এই ম্যাচেই আশরাফুলের করা একটি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিসিবি।