উপজেলা প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে ঢাকা জ্যার্কাড ফ্যাশন ও রান ফ্যাশন লিমিটেড নামে দুইটি সোয়েটার কারখানায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দুইটার দিকে ওই কারখানা দুটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কারখানার ভেতরে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হলে তিনজন শ্রমিক আটকা পড়ে। তবে তারা দগ্ধ কিংবা আহত হননি। তাদের অক্ষত উদ্ধার করা হয়েছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, একটি শেডের নিচে দুটি কারখানা ছিল। কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ওয়েল্ডিং থেকে কারখানা দুটিতে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপারে তদন্ত করে জানানো হবে।
বিএসডি/জেজে