আন্তর্জাতিক ডেস্ক,
আসামের ডিমা হাসাও জে লায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হানায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও একজন।
বৃহস্পতিবার রাতে উমরাঙ্গসো লঙ্কা রোডে দাঁড়িয়ে থাকা ৭টি কয়লাবাহী ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। তার পর ট্রাকগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে ৫ জনের মৃত্যু হয়েছে। লরিগুলি স্থানীয় একটি সিমেন্ট কোম্পানির এবং সেগুলিতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে, তারা সকলেই হয় ওই লরিগুলির চালক নাহয় খালাসি।আসাম পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। মৃতরা ট্রাকের চালক-খালাসি। খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছলেও তার আগে জঙ্গিরা চম্পট দেয়।
আসামের ডিমা হাসাও জেলাকে পৃথক রাজ্য করার দাবিতে বেশ কয়েকবছর ধরে সরব ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি। ২০১৯ সালে জন্ম নেওয়া এই জঙ্গি সংগঠনটি কিছু প্রত্যন্ত এলাকায় কাজ চালাতো। মে মাসেই পুলিশি অভিযানে সংগঠনের কয়েকজন জঙ্গি নিহত হয়। পুলিশের অনুমান, ওই অপারেশনের জবাব দিতেই নিরীহ মানুষদের উপর হামলা চালাল।
বিএসডি/এএ