পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান (৩৫) জেলার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
জানা যায়, উপজেলার চালিতাবাড়ি গ্রামের একটি জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদ পাতা হয়। ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
নাজিরপুর থানার ওসি মো. মাহিদুল ইসলাম জানান, স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জমির কাছ দিয়ে হাবিবুর রহমান যাওয়ার সময় সেখানে থাকা বিদ্যুতের ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়। এতে সেখানেই মারা যান তিনি।
এ বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ জানান, শাহ আলম শেখ নামের এক যুবক হাবিবুর রহমানকে পরে থাকতে দেখে তাকে জানায়।
বিএসডি /এলএল