স্পোর্টস ডেস্ক:
হারটা ছিল অনুমিতই। অপেক্ষাটা কত দীর্ঘ হয় দেখার ছিল সেটিই। জশ বাটলার ম্যাচটা টেনে নিয়ে গেলেন চা বিরতির পরও। কিন্তু এরপর আর পারলেন না। তিনি ফিরতেই শেষ হলো সব আশা। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডেও বড় ব্যবধানে হেরে গেল ইংল্যান্ড।
শেষদিনে দিবা-রাত্রির টেস্টটি জয়ের জন্য ইংল্যান্ডের করতে হতো ৩৮৬ রান। হাতে ছিল চার উইকেট। চা বিরতির পর পর্যন্ত খেললেও ইংল্যান্ড শেষ অবধি অলআউট হয়ে গেছে ১৯২ রানে। ২৭৫ রানের বড় ব্যবধানের জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
পঞ্চম দিনের শুরুতেই ইংল্যান্ড হারায় ওলে পোপের উইকেট। এরপর ৭ বলে ৪ রান করে আউট হন তিনি। আগের দিনের অপরাজিত থাকা ব্যাটসম্যান বেন স্টোকসও ফিরে যান দ্রুতই। দলীয় ১০৫ রানে ৭৭ বলে ১২ রান করে সাজঘরে ফেরত যান স্টোকস। স্মিথের নেওয়া দুর্দান্ত এক রিভিউতে নাথায় লায়নের বলে আউট হন তিনি।
এরপর ক্রিস ওকসকে নিয়ে লড়াই চালান জশ বাটলার। ৯৭ বলে ৪৪ রান করে আউট হয়ে যান ওকস। কিন্তু বাটলার যেন মাটি কামড়ে থাকতেই নেমেছিলেন এদিন। অন্য প্রান্তে উইকেট গেলেও আরেক প্রান্তে অবিচল ছিলেন তিনি।
কিন্তু ঝাঁই রিচার্ডসনের বলে তার কি না ফিরতে হয় হিট উইকেট হয়। ধৈর্যের সব পরীক্ষা দিয়ে ২০৭ বলে ২৬ রান করেন তিনি। ৩১ বলে ৯ রান করে ক্রিস ব্রড অপরাজিত থাকলে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড।
বিএসডি/এসএফ