ক্রীড়া ডেস্ক,
হাঁটুতে ফের অস্ত্রোপচার করাবেন রজার ফেদেরার। এতে করে তাকে কোর্টের বাইরে থাকতে হবে লম্বা সময়। টেনিস কিংবদন্তির এমন ঘোষণায় নিশ্চিত, চলতি মাসের শেষে পর্দা ওঠার অপেক্ষায় থাকা ইউএস ওপেনে নেই ফেদেরার। সম্ভবত মৌসুমের বাকি সময়টাতেও তাকে লড়াইয়ে দেখা যাবে না।
৪০ বছর বয়সি তারকা ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় বলেন, ‘গ্রাস-কোর্ট মৌসুম এবং উইম্বলডন চলাকালীন আমি আমার হাঁটুতে আরও আঘাত পাওয়ায় ডাক্তারদের পরামর্শে অনেক পরীক্ষা-নিরীক্ষা করছি। দুর্ভাগ্যবশত, দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য আমার অস্ত্রোপচারের প্রয়োজন হবে। আমি এটি করার সিদ্ধান্ত নিয়েছি। আমি অনেক সপ্তাহ ক্রাচে থাকব এবং অনেক মাসের জন্য খেলার বাইরেও থাকব।’
২০২০ সালে অস্ট্রেলিয়ান ওপেনের পর হাঁটুতে দুবার অস্ত্রোপচার করান ফেদেরার। তাতে এক বছরেরও বেশি সময় কোর্টের বাইরে ছিলেন তিনি। ফিরেছিলেন ২০২১ ফ্রেঞ্চ ওপেন দিয়ে।
কিন্তু হাঁটুর চোটের কারণে তৃতীয় রাউন্ড জিতে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সুইস কিংবদন্তি। এরপর উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে থামে ফেদেরারের যাত্রা। পরে একই চোটের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ান তিনি। এবার ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত জানালেন ফেদেরার। আগামী ৩০ আগস্ট মৌসুমের শেষ মেজর আসরের পর্দা ওঠার কথা রয়েছে।
বিএসডি/আইপি