আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের সেনারা তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করছে। এ নিয়ে আঙ্কারার কাছে অভিযোগ জানিয়েছে মস্কো। খবর সিএনএনের।
শুক্রবার গণমাধ্যমে ব্রিফিংয়ে তুরস্কের কর্মকর্তারা বলেন, আঙ্কারা মস্কোকে বলেছে, তুরস্কের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বেকার প্রযুক্তি একটি প্রাইভেট কোম্পানি। ইউক্রেন ড্রোন এবং এ সংক্রান্ত যন্ত্রাংশ যুদ্ধের পূর্বে কিনেছে।
খবরে বলা হয়েছে, রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের সেনারা সর্বোচ্চ কার্যকরভাবে বায়ারাকতার টিবি২ ড্রোন ব্যবহার করছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জামাতা বায়ারাকতার বলেছেন, তাদের নির্মিত ড্রোন যেভাবে নকশা করা হয়েছে এবং উন্নীত করা হয়েছে সে অনুসারেই কাজ করছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে তুরস্কের সমুদ্রসীমা রয়েছে। উভয় দেশের সঙ্গে আঙ্কারা সুসম্পর্ক রক্ষা করে চলে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টা দেখিয়েছে।
যুদ্ধে ইউক্রেনকে সমর্থন এবং রাশিয়ার আক্রমণের নিন্দা জানানোর পাশাপাশি তুরস্ক মস্কোর ওপর ব্যাপক পশ্চিমা নিষেধাজ্ঞারও বিরোধীতা করেছে। তুরস্ক বলছে, যোগাযোগের মাধ্যমটা অন্তত খোলা থাকা প্রয়োজন।
বিএসডি/ এমআর