আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেনারেল সার্গেই সুরোভিকিন। একে কঠিন সিদ্ধান্ত হিসেবেও আখ্যায়িত করেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালুর পর একমাত্র খেরসন অঞ্চলটির রাজধানীর দখল নিতে পেরেছিল রাশিয়া। সেখান থেকে সেনা প্রত্যাহার মানে হচ্ছে, ইউক্রেনের ওই এলাকায় অবস্থিত নিপ্রো নদীর পশ্চিম পাড়ের পুরো এলাকা থেকে সরে যাবে রুশ বাহিনী।
এর আগে, খেরসনে নিযুক্ত রাশিয়ার ডেপুটি নেতা কিরিল স্ত্রেমসোভ গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন, এমন সংবাদ প্রকাশের পরপরই সেখান থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণার কথা জানা গেল।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের মুখেই মূলত রাশিয়া এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিএসডি/এফএ