আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওডেসার কাছে ইউক্রেনের একটি করভেট যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এছাড়া রুশ বিমানবাহিনী ইউক্রেনের দুটি এসইউ-টুয়েন্টিফোর বিমান এবং একটি হেলিকপ্টার কৃষ্ণসাগরের স্নেক দ্বীপের উপর দিয়ে গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মোট চারটি ইউক্রেনের যুদ্ধবিমান, চারটি হেলিকপ্টার এবং একটি অ্যাসাল্ট বোট ধ্বংস করা হয়েছে।
যদিও আল জাজিরা স্বাধীনভাবে রাশিয়ার এসব দাবি যাচাই করতে পারেনি।
এদিকে, শনিবার ইউক্রেনের খারকিভ অঞ্চলের বোহোদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর দেওয়া সামরিক সরঞ্জামের একটি বড় মজুত ধ্বংসের দাবি করে রাশিয়া।
এছাড়া, শুক্রবার রাতভর ইউক্রেনের ১৮টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ওইসব স্থাপনার মধ্যে বন্দর শহর ওডেসার কাছে অবস্থিত তিনটি গোলাবারুদের গুদাম রয়েছে।
এর আগে, শুক্রবার মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি বড় অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া লুনহাস্ক অঞ্চলে ইউক্রেনের দুইটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।
বিএসডি/ এমআর