আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের তরফ থেকে শিশু হাসপাতালে হামলা করা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে রাশিয়া। টুইটারে জাতিসংঘে রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি লিখেছেন— ‘এভাবেই ভুয়া খবরের জন্ম হয়।’
জাতিসংঘে রাশিয়ার প্রথম ডেপুটি স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি এক টুইটার পোস্টে এ দাবি করেছেন।
দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ভবনটি একটি প্রাক্তন প্রসূতি হাসপাতাল যা দীর্ঘদিন ধরে ইউক্রেনের সেনাদের দখলে ছিল। রাশিয়া গত ৭ মার্চ সতর্ক করেছিল যে হাসপাতালটিকে একটি সামরিকঘাঁটিতে পরিণত করা হয়েছে এবং সেখান থেকে ইউক্রেনীয়রা গুলি চালাচ্ছে।
এদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা ইউক্রেনে ‘গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শিশু হাসপাতালে হামলা করা যুদ্ধাপরাধ।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে হামলা করেছেন রুশ সেনারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।
বিএসডি/ এমআর