আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। এবং আমরা এটাই (ইউক্রেনকে সাহায্য করা) অব্যাহত রেখেছি।’
এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।
ওই দিন ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।’
বিএসডি/ এমআর