আন্তর্জাতিক ডেস্ক:
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কিয়েভ থেকে পিছু হটে পূর্ব ও দক্ষিণে হামলা জোরদার করে। তবে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের তাড়িয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন।
এদিকে যুক্তরাজ্যের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টেলি দাবি করছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরীর ভালো নেই। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও পুতিনের শারীরিক অসুস্থতা নিয়ে পশ্চিমা সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। তবে ক্রেমলিন এসব দাবির বিষয়ে কিছুই জানায়নি।
বিএসডি/ এমআর