আন্তর্জাতিক ডেস্ক:
গত বছরের নভেম্বরে ওয়ার অন দ্য রকস নামের একটি ওয়েবসাইটে মার্কিন সেনা কর্মকর্তা অ্যালেক্স ভেরশিনিনের একটি নিবন্ধ প্রকাশিত হয়। তাতে তিনি বলেন, রাশিয়ার আর্টিলারি ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর চেয়েও অনেক বেশি ভারী। এ কারণে হয়তো সরবরাহের সংকট দেখা দিয়েছে। বলা হচ্ছে, রাশিয়ার কোনো আর্টিলারি ইউনিট দিনে ৪ হাজার গোলাবর্ষণ করলে প্রতিদিন নতুন করে ওই ইউনিটের ৫০টি ট্রাকের প্রয়োজন পড়ে। রাশিয়া যেখান থেকে এসব সরঞ্জাম পাঠাবে, সেখান থেকে সেনাবহরের বর্তমান অবস্থানের দূরত্ব ৯০ মাইলের বেশি। এতে বিপাকে পড়েছে রুশ সেনাবাহিনী।
বিএসডি/ এফএস