আন্তর্জাতিা ডেস্ক:
ইউক্রেন সংকটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ি করেছে উত্তর কোরিয়া। মার্কিন আধিপত্য নীতির কারণেই এই সংকটের উদ্ভব হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্য নীতি। অন্য দেশের প্রতি যুক্তরাষ্ট্রের উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতা আচরণের কারণে পূর্ব ইউরোপে এখন উত্তেজনা বিরাজ করছে।
তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে প্রাধান্য দিতে গিয়ে অস্ত্র ব্যবস্থা স্থাপনের প্রচেষ্টায় ব্যস্ত। যা ইউরোপের নিরাপত্তা পরিবেশকে পদ্ধতিগতভাবে দুর্বল করেছে।
মার্কিন নীতির সমালোচনা করে তিনি বলেন, সার্বভৌম রাষ্ট্রগুলোর শান্তি ও নিরাপত্তা হুমকির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা এবং দ্বিমুখী নীতিই দায়ী।
সূত্র: সিএনএন
বিএসডি/ এফএস