বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনা তদন্তে বুধবার এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দল। দুপুরে তদন্তদলের মুখোমুখি হন অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন।
তদন্তদলের আহ্বায়ক অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের নেতৃত্বে পাবলিক পরিচালক জামিলুর রহমান ও সহকারী পরিচালক ইউসুফ হাসান সকাল থেকে তদন্ত কার্যক্রম শুরু করেন। অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হলেও তদন্তদলের অপর দুই সদস্য শাহজাদপুরে সরাসরি তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
ভুক্তভোগী ১৪ শিক্ষার্থী, প্রতক্ষ্যদর্শী ও ঘটনার দিন পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্তসহ চলমান আন্দোলনের মুখপাত্রদের মৌখিক ও লিখিত বক্তব্য গ্রহণ করে তদন্তদল।
পুলিশি নিরাপত্তায় সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে আত্মপক্ষের সমর্থনে তদন্তদলের কাছে মতামত উপস্থাপন করেন শিক্ষক ফারহানা। গণমাধ্যমকর্মী ও আন্দোলনকারীদের এড়িয়ে সতর্কতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন তিনি। রেজিস্টার মো. সোহরাব আলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কার্যক্রম পরিচালনা ও শিক্ষক ফারহানার মুখোমুখি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কর্তৃপক্ষের অনুরোধে ২৮ নভেম্বর পর্যন্ত সময় দেওয়ায় বুধবার শিক্ষার্থীরা কোনো আন্দোলন যাননি। চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা গত একমাস ধরে আন্দোলন করে আসছে।
বিএসডি / আইকে