ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ইউনিয়ন পরিষদের সচিবদের বেতনস্কেল দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে সদয় সম্মতি দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সারাদেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেকটি পরিষদে একজন করে সচিব রয়েছেন। ইউপি সচিব পদ সরকারি রাজস্ব খাতভুক্ত নয়। তবে ইউপি সচিবের বেতনের ৭৫ শতাংশ সরকারের রাজস্ব খাত থেকে এবং অবশিষ্ট ২৫ শতাংশ ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়।