৩ ম্যাচে ৩টি হার। এই তিন ম্যাচে ৮টি গোল খাওয়ার বিপরীতে প্রতিপক্ষের জালে মাত্র একবারই বল পাঠাতে পেরেছে তুরস্ক। এবারের ইউরোতে এমন পারফরম্যান্সের পর চারদিক দিকে ছুটে আসছে সমালোচনার তির। দলটির সাবেক ফুটবলার নিহাত কাহভেচির কথা এবারের ইউরোর ২৪ দলের মধ্যে ’সবচেয়ে বাজে’ দল এই তুরস্কই।
এবারের ইউরোর সবচেয়ে বাজে দলকে আজ ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার আশার পালে জোর বাতাস লেগেছে সুইজারল্যান্ডের। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভ্লাদিমির পেতকোভিচের দল। সরাসরি শেষ ষোলোতে জায়গা হয়নি। তবে সুইজারল্যান্ডের কোচ পেতকোভিচের দৃঢ় বিশ্বাস সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে পারবে তাঁর দল।
তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর পেতকোভিচ বলেছেন, ‘আমরা কিছু গোল করেছি। তবে দুর্ভাগ্যবশত আমরা আরও কিছু সুযোগ পেয়েছিলাম, যেগুলো কাজে লাগাতে পারিনি। নিখুঁত ম্যাচ খেলতে পারিনি আমরা, তবে ভালো খেলেছি।’ পেতকোভিচ এরপর যোগ করেন, ‘আমার কাছে মনে হয় যা করেছি সেটাই নকআউট পর্বে পৌঁছানোর জন্য যথেষ্ট।’
অন্যদিকে তিনটি ম্যাচই হেরে বিদায় নেওয়া তুরস্কের হার নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। দলটির সাবেক ফুটবলার কাহভেচির কথা, ‘নিশ্চিত করেই আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য ফেবারিট ছিলাম। কিন্তু টুর্নামেন্টের সবচেয়ে বাজে দল হিসেবে আমরা বিদায় নিলাম।’